কোন রাজনীতিক দল জান্নাতের টিকেট দিতে পারে না: এ্যানি
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫২ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কোনো রাজনীতিক দল কখনো জান্নাতের টিকেট দিতে পারে না। এ সময় তিনি বলেন, মওদুদীর ইসলাম আসল ইসলাম নয়, এটা পাকিস্তানের ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার ঈমান, আমার আকিদা, আমার কর্ম, ইহকালে কি করলাম, তাতে পরকালে আমার পাওনা নির্ধারণ হবে। আমার কর্মের উপর আমার জান্নাত নির্ধারণ হবে।
এ্যানি বলেন, মওদুদীর ছেলে নিজে পর্যন্ত তার বাপের বিরোধিতা করেছে। যারা আজকে মওদুদীবাদ, মওদুদী ইসলাম নিয়ে ঘরে ঘরে বেহেশতের সার্টিফিকেট দিতে চায়। জান্নাতের কথা বলে, এটা শেরেক, এটা হয় না। কোনো রাজনীতিক দল কখনো জান্নাতের টিকেট দিতে পারে না।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনীতি যেমন সহজ, সাদামাটা রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি, গণমানুষের রাজনীতি। ইসলামও সহজ, ইসলাম কোনো কঠিন না। যারা আজকে ইসলামকে কঠিন করে বিভক্তি এনেছে সমাজে, তারা ইসলামের শত্রু। নামে তারা ইসলাম ব্যবহার করছে, কাজে তাদের ইসলাম নেই। আমরা রাজনীতি করি, আমরা প্রচার করি, এইযে প্রচারের জন্য বৈঠক করলাম। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসংযোগ করি। মা-বোনদের সাথে উঠান বৈঠক করি আর মোটরসাইকেল র্যালি কি আমরা করি? আমরা কোনো মোটরসাইকেল র্যালি করি না। আমরা মোটরসাইকেল র্যালি নিষেধ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, যুবদলের জেলা সভাপতি আবদুল আলিম হুমায়ুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।