পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে ১৫ জন নিহত


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে ১৫ জন নিহত
নিহত উসমান মোহমান্দ ও ইমরান খান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তিনটি আলাদা অভিযানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ জন নিহত হয়েছে। তবে এই সময় তীব্র গোলাগুলির মধ্যে দেশটির দুই সেনাও নিহত হয়। রোববার (২৭ এপ্রিল) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় সন্ত্রাসীদের অবস্থান টার্গেট করে আটজনকে হত্যা করা হয়।

এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেকটি অভিযানে চারজনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। তবে, এই সময় তীব্র গোলাগুলির সময় নিরাপত্তা বাহিনীর ল্যান্স নায়েক উসমান মোহমান্দ এবং সিপাহী ইমরান খান নিহত হন বলে বিবৃতিতে জানানো হয়।

অন্য আরেকটি অভিযানে দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমাল জাম এলাকায় আরও তিনজনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

এ ঘটনায় দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন।

আসিফ আলী জারদারি বলেন, ‘পাকিস্তানের বীর সেনারা ‘ফিতনা আল-খারিজ’কে পরাজিত করতে সফল অভিযান চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। পুরো জাতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তাদের নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×