‘পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’


‘পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি। তিনি বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধ এবং হস্তক্ষেপের ভিত্তিতে, ভারতীয়দের করা যুদ্ধবিরতির অনুরোধে আমরা সাড়া দিয়েছি মাত্র। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুখপাত্রের দাবি, গত ৬ ও ৭ মে নিজেরাই গভীর রাতে পাকিস্তানে কাপুরুষের মতো হামলা চালিয়ে তারাই আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে।
তবে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, উপযুক্ত জবাব দেওয়ার পরই কেবল যোগাযোগ করবে।

তিনি বলেন, সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে ২০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি মেনে চলছে। 

তিনি বলেন, আমরা পেশাদারির সঙ্গে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি।
তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×