৫০ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দিয়েছে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে।
চার্জশিটে প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, যিনি পিকে হালদার নামে পরিচিত। এছাড়াও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি ও মো. আবুল শাহজাহানসহ একাধিক প্রতিষ্ঠানের পরিচালক, এমডি ও কর্মকর্তারা এ মামলায় অভিযুক্ত হয়েছেন।
দুদক জানায়, ২০২১ সালের ১৪ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে, দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
পিকে হালদারের বিরুদ্ধে এ পর্যন্ত অর্ধশতাধিক মামলা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট ও বিদেশে পাচারের অভিযোগে তিনি নজরকাড়া এক চরিত্রে পরিণত হন। ২০২২ সালে একটি মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
প্রসঙ্গত, আত্মসাতের এই মামলায় অভিযুক্ত ২৩ জনের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে চার্জশিট আদালতে দাখিল করেছে দুদক, যা দেশের অর্থনৈতিক খাতে আলোচিত দুর্নীতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।