ঢাকাসহ ৯ জেলায় দুপুরের আগেই ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড় ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:০৮ এম, ০৩ অক্টোবর ২০২৫
ঢাকাসহ দেশের ৯টি জেলায় আজ দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে এসব অঞ্চলে।
শুক্রবার, ৩ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস, যেখানে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে। এই ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আরেক ঘোষণায় বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কিছু কিছু এলাকায় অতি ভারি বৃষ্টিপাত হতে পারে, যা কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।