নির্বাচনে আলেমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাম্য নয়: হেফাজত আমির


নির্বাচনে আলেমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাম্য নয়: হেফাজত আমির

আগামী জাতীয় নির্বাচনে আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, বর্তমান সময়ে ইসলামবিরোধীদের মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় উলামা সম্মেলন ২০২৫’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের শীর্ষ আলেম ওলামা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাবুনগরী বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বদ্দীনি, কুফরি ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যারা মুসলমান নামের আড়ালে ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভাপতির বক্তব্যে জাতীয় উলামা কাউন্সিলের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, “আমরা গত ১৫ থেকে ১৬ বছর ফ্যাসিবাদের নিষ্পেষণে বিভিন্ন প্ল্যাটফর্মে ঐক্য বজায় রেখে কাজ করেছি। তবে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পারস্পরিক মতভিন্নতা প্রকাশ পেয়েছে।”

নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে অনেক আলেম ওলামা অংশগ্রহণ করবেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচনে উলামায়ে কেরামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কাম্য নয়।”

মাহফুজুল হক আরও বলেন, “এই বিষয়ে জাতীয় উলামা কাউন্সিল একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। যাতে উলামা সমাজ বিভক্ত না হয় বরং জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখে। মতভিন্নতা থাকলেও ঐক্য ও সংহতির ভিত্তিতে সামনে যে সুবর্ণ সুযোগ এসেছে তা কাজে লাগানোর চেষ্টা আমরা করব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×