ক্যাম্পাসের ভবন থেকে লাফ দিয়ে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীর আত্মহত্যা


ক্যাম্পাসের ভবন থেকে লাফ দিয়ে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশ বলেছে, শিক্ষার্থীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ড. ফরাশ উদ্দিন ভবন ও বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুশফিকুজ্জামান আজ ক্লাসে উপস্থিত ছিলেন। বিকেল ৩টা ১০ মিনিটে তিনি ক্লাস থেকে বের হন। এর কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থী দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আমাদের কাছে আসে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”

মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, “আমাদের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষার্থীটি ক্যাম্পাসের ছাদ থেকে লাফ দেন। তবে মৃত্যুর চূড়ান্ত কারণ ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×