লাইনে ব্যাগ পড়ে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল


লাইনে ব্যাগ পড়ে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

রাজধানীতে মেট্রোরেল চালনায় হঠাৎ ব্যাঘাত সৃষ্টি করে লাইনের ওপর পড়ে থাকা একটি ব্যাগ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) এই ব্যাঘাতের কারণে বিকেলে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের তথ্যমতে, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের মাঝামাঝি লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি সরিয়ে নিতে বিকেল ৩টা ৪৪ মিনিট থেকে ৪টা ৪ মিনিট পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে ব্যাগ অপসারণের পর ট্রেন আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করে।

ঘটনার কারণে যাত্রীদের যে সাময়িক ভোগান্তি হয়েছে, তার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×