বনানী আবাসিকে রাজউকের অভিযান, ১২ রেস্টুরেন্ট-সেলুন সিলগালা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:১৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫
রাজধানীর বনানী আবাসিক এলাকায় আবাসিক প্লটে গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজউকের জোন- ৪/২-এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে আবাসিক এলাকায় চালু থাকা ১২টি রেস্টুরেন্ট, সেলুন ও স্পা সিলগালা করা হয়। একটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। এছাড়া সাতটি ভবনের মোট ২২টি অফিসকে এক মাসের মধ্যে কার্যক্রম বন্ধের শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিতে বাধ্য করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, “বনানী আবাসিক এলাকাকে অবৈধ বাণিজ্যিক কর্মকাণ্ডমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। অ-আবাসিক কার্যক্রম বন্ধে নিয়মিতভাবেই মোবাইল কোর্ট পরিচালিত হবে।”
সিলগালাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্তোরাঁ, শাকিল মোটরস, বিবিধারা রেস্টুরেন্ট, ম্যান্স ক্লাব, লন্ডন সেলুন ও জেন্টস পার্লার, আহেলি কাবাব অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, পেশোয়ারি (টেইলর শপ), পেশোয়ারি (চায়ের দোকান), সালাম’স কিচেন, খিচুড়ি ওয়ালা ও কফিক্স।
অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।