তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


তাপপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গত দুই দিন ধরে তাপপ্রবাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। আজ সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে গরমের তীব্রতায় সবার হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে তাপপ্রবাহ নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, যেসব জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তো কিছু কিছু জায়গায় কমতে পারে। 

এতে বলা হয়েছে, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে বৃষ্টি ঝরতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ মিলিমিটার। 
 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×