ময়মনসিংহে আ.লীগ নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল, ‘ফেক ভিডিও’ বলছে পুলিশ


ময়মনসিংহে আ.লীগ নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল, ‘ফেক ভিডিও’ বলছে পুলিশ

ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠানকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এটাকে ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান।

আপেল মাহমুদ নামের একটি ফেসবুক আইডি থেকে অধ্যাপক ইউসুফ খান পাঠানকে পেটানোর ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই নিয়ে ময়মনসিংহে নিন্দার ঝড় উঠেছে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি রুমের ভেতর টেবিলের সামনে দাঁড় করিয়ে দুইজন তরুণ অধ্যাপক ইউসুফ খান পাঠানকে পেটাচ্ছে।

অধ্যাপক ইউসুফ খান পাঠান ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। এর আগে তিনি কলেজে অধ্যাপনা করেছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কলেজে অধ্যাপনা করার সময় থেকে ময়মনসিংহ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্ব পালন করেন। তবে তিনি ছিলেন ক্লিন ইমেজের একজন নেতা। তাকে এমনভাবে পেটানোর ঘটনায় ময়মনসিংহে নিন্দার ঝড় উঠেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, অধ্যাপক ইউসুফ খান পাঠানকে আটক করা হয়েছে এমনকি তাকে পেটানো হচ্ছে এই ঘটনাটি তাদের জানা নেই। তবে ভিডিওটি ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×