নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান
- পটুয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০১:১২ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সবধরনের সহযোগিতা প্রদান করবে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই কথা বলেন নৌবাহিনী প্রধান।
তিনি আরও উল্লেখ করেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌ সদস্য ও কন্টিনজেন্ট পাঠানো হচ্ছে। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ৭৫০০ জন সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনী দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত চারজন নৌবাহিনীর সদস্য শাহাদাত বরণ করেছেন।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌবাহিনী ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে ‘নৌপ্রধান পদক’ পান। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মারুফ হাসান মুন্না, এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ পান মো. হাসান আলী। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মাধ্যমে ৪১৭ জন নবীন নাবিক দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের নৌসদস্য, নবীন নাবিক এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।