মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ৯ জন গ্রেপ্তার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:০১ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে যুবক শামসাদ (২৫)কে অপহরণ ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে বাসিলা সেনা ক্যাম্পের বিশেষ আভিযানিক দল।
রোববার রাত সোয়া ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে তারা ধরা পড়ে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. সাজীব (২০), মো. রাজু (৩২), মো. সায়ন (১৮), মো. জাহিদ (২৫), মো. পৃথিবী (২৫), মো. সজীদ (২১), মো. সরফরাজ (২১), মো. কবির হোসেন (২২) ও মো. বশির (৫৩)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালানো হয়। অভিযানের মাধ্যমে সরাসরি এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের ৪৬ পদাতিক ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “শামসাদকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিল। শামসাদকে অপহরণ ও নির্যাতনের সঙ্গে তাদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।” তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার ভুক্তভোগী শামসাদও গতকাল মোহাম্মদপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।