নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা


নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা হলে ব্যয় কিছুটা বাড়বে, তবে বাজেট ঘাটতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন যে ব্যয়ের প্রস্তাব দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও জানান, স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যার ব্যয়ভার বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ, তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। তাঁর ভাষায়, পৃথিবীর বহু দেশেই একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়ে থাকে।

বৈঠকে অন্য অর্থনৈতিক বিষয় নিয়েও কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি চালের বাজার সম্প্রতি কিছুটা বেড়ে যাওয়ায় নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণত ৪০-৫০ হাজার টনের কম হয় না।

দেশের ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে পণ্যমূল্য এভাবে বাড়ে না; এই সমস্যার সমাধান প্রশাসনের চেয়ে রাজনৈতিক সরকারের মাধ্যমেই বেশি কার্যকর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×