মলমপার্টির যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক সদস্য গ্রেপ্তার


মলমপার্টির যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক সদস্য গ্রেপ্তার

বরিশালে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং মলমপার্টির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এক পলাতক আসামিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। 

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দীর্ঘদিন পলাতক থাকার পর র‌্যাব-৩ এর সহযোগিতায় পুরানা পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আসাদুজ্জামান আলম পিরোজপুরের মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে। র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিরোজপুর থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান জানান, আসাদুজ্জামান আলমের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন জেলায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১০ সালে ঝিনাইদহে দায়ের হওয়া একটি হত্যা মামলায় ২০২৩ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

এছাড়া পিরোজপুরে তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা চলমান। তাকে মলমপার্টির সক্রিয় সদস্য বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান আলমকে সোমবার দুপুরে পিরোজপুর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×