বনশ্রীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৬ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনের রাস্তায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের বয়স প্রায় ৬৫ বছর।
ঘটনাটি ঘটেছে গত রোববার রাত পৌনে ১১টার দিকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী হাসান জানান, "গতরাতে ওই নারী পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। পরে আমরা কয়েকজন পথচারী ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।"
হাসান আরও বলেন, "আমরা আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর পরিচয় জানতে পারিনি।" তিনি জানান, ঘটনার পর পিকআপ ভ্যান এবং চালক রামপুরা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃতদেহের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রামপুরা থানা পুলিশের কাছে জানানো হয়েছে।