বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২১ মে) সন্ধ্যায় বগুড়া শহরের কানছগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তারকরে ডিবি পুলিশের একটি দল।

গ্রেফতার আব্দুল কাফি সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি সারিয়াকান্দি উপজেলার পারতিতপরল গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার। 

তিনি জানান, চেয়ারম্যান আব্দুল কাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’টি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে হাজির করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×