৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার, রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিসিএস প্রিলিমিনারি পাস করা শিক্ষার্থীদের রেলপথ অবরোধ তুলে নেওয়ার পর রাজশাহীসহ সারাদেশে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন। দুপুর আড়াইটা থেকে তারা বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে অবস্থান নেয় এবং রেললাইনে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে, পাশাপাশি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তখন অবরোধ উঠানো হয়নি। রাত ৮টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব আলম সাংবাদিকদের বলেন, “আমাদের দাবি যৌক্তিক ছিল। কিন্তু পিএসসি অনড় থাকায় আমরা কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছি। আমরা আর জনদুর্ভোগ বাড়াতে চাইনি, তাই আজকের কর্মসূচি শেষ করেছি।”
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধের কারণে ছয় ঘণ্টায় রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচল করা নয়টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।
প্রভাবিত যাত্রীরা নানা অসুবিধার মুখোমুখি হন। কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করে টাকা ফেরতের জন্য টিকিট জমা দেন, কেউ বিকল্পভাবে বাসে ভ্রমণ করেন, আবার কেউ ট্রেন ছাড়ার অপেক্ষায় স্টেশনে বসে থাকেন। রাজশাহীতে ঢাকার কমলাপুরের উদ্দেশে যাত্রা করতে আসা সুলতানুর রহমান জানান, “শনিবার যাত্রা করার কথা ছিল, কিন্তু অবরোধের কারণে যাওয়া সম্ভব হয়নি। রোববারও একই পরিস্থিতি, তাই বাধ্য হয়ে আর যাত্রা পেছানো সম্ভব হয়নি।”
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বলেন, “শিক্ষার্থীরা রেল অবরোধ তুলে নিয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে চলাচল শুরু করবে। কোনো ট্রেন বাতিল করা হয়নি। তবে শনিবার ও রোববারের সিডিউল বিপর্যয় ঠিক করতে অন্তত পাঁচ দিন সময় লাগবে।”
উল্লেখ্য, অবরোধের কারণে কপোতাক্ষ এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ে চলতে পারেনি। দৌলতপুর স্টেশনেও চাঁপাইনবাবগঞ্জগামী চাঁপাইনবাবগঞ্জ-১০ ট্রেন এবং সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়ে। একই সঙ্গে রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং মহানন্দা এক্সপ্রেসও বিভিন্ন স্টেশনে বিলম্বে অবস্থান করছে।