সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ ২টি বিদেশি অস্ত্র উদ্ধার


সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ ২টি বিদেশি অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র‌্যাব অভিযান চালিয়ে ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি এয়ারগান জব্দ করেছে। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

একই দিনে র‌্যাব-৯-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত দুটি এয়ারগান বিদেশি ও সচল অবস্থায় ছিল।

উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলি অবৈধ অস্ত্র উদ্ধার ও তৎপরতা অব্যাহত রেখেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×