সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন।

নিহত সাইফুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাও (কন্টিনালা) গ্রামের মো. শারজান মিয়ার বড় ছেলে। আহত আহত হয়েছেন একই গ্রামের আবুল কাশেমের ছেলে আকমল হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় ২০২১ সালের ডিসেম্বরে সাইফুল সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি তানমিয়া ফুড গ্রুপে ইলেকট্রিশিয়ান কাজে কর্মরত ছিলেন। কাজ থেকে ফেরার পথে তিনি গাড়ি উল্টে নিহত হন।

নিহতের প্রতিবেশী আরিফুল জানান, পরিবারের হাল ধরতে অল্প বয়সে বিদেশে পাড়ি জমায় সাইফুল। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×