সাবেক এমপি জেবুন্নেসা এখন হাজতে


সাবেক এমপি জেবুন্নেসা এখন হাজতে

ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে বরিশালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৬ মে) দুপুরে বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন। এর আগে আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। 

১৭ মে ঢাকার কেরানীগঞ্জ থেকে জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় জেবুন্নেছাকে। এরপর থেকে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে ছিলেন।

ওসি মিজান বলেন, জেবুন্নেছাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার পদস্থগিত হওয়া কমিটির যুগ্ম সদস্য মারজুক আব্দুল্লাহর করা একটি বিস্ফোরক মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছিল। আদালত মামলাটি যাচাই-বাছাই শেষে দৃশ্যমান গ্রেপ্তারের আদেশ দেন।  

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×