সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত


সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে প্রদীপ বৈদ্য নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

রোববার (১ জুন) কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ প্রদীপ হত্যার তথ্য নিশ্চিত করে বলেন, প্রদীপের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে। এরআগে গতকাল শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

প্রদীপ বৈদ্যের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুরে। তার বাবার নাম শৈলেন্দ্র বৈদ্য।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তারা লোকেমুখে শুনেছেন তবে এব্যাপারে কোন জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের এখনো জানানো হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×