সিলেট ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা


সিলেট ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

সিলেটের চারটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় এই জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রাহয়ান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বর্তমানে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

সরদার উদয় রাহয়ান জানান, ‘আগামী চব্বিশ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীগুলোর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে সারিগোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী নদীগুলোর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এই সময়ে সিলেট ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার উক্ত নদীগুলো সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকিও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এবং তা পরবর্তী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মুহুরী, ফেনী, হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলেও বন্যার পূর্বাভাসে বলা হয়েছে। সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×