হোমল্যান্ড ইন্সুরেন্সের চেয়ারম্যান, এমডি কর্তৃক হাইকোর্টের রায়কে অবজ্ঞা প্রদর্শন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪০ পিএম, ০৩ জুন ২০২৫
হাইকোর্টের রায় কে অবজ্ঞা করে এখনো অফিস দখল করে আছেন হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান, এএমডি, ডিএমডি।
১ জুন ২০২৫ হাইকোর্ট কর্তৃক একটি রায় ঘোষণা করা হয় যেখানে বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপস্থাপনা পরিচালককে অবৈধ ঘোষণা করে পূর্বের এএমডি এবং ডিএমডিকে বৈধ ঘোষণা করা হয় ।
সূত্রে মতে, বর্তমান চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন উক্ত রায়কে অবজ্ঞা করে দাম্ভিকতা দেখিয়ে বলে বেড়াচ্ছেন যে, যেভাবে হোক তিনি এই রায় বাস্তবায়ন হতে দিবেন না। যে কোন মূল্যে তিনি তা প্রতিহত করবেন।
ডিএমডি জাকির হোসেন সরকার যিনি একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত আসামি তিনি আজ কোম্পানির প্রধান কার্যালয়ে বিক্রয় কর্মীদের উদ্দেশ্যে বলেন যেভাবে করে হোক এদেরকে প্রতিহত করতে হবে।
আরও জানা যায়, সারাদেশ থেকে বিক্রয় কর্মীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে হেড অফিসে একত্রিত করছেন শুধুমাত্র হাইকোর্টের রায় যাতে বাস্তবায়ন না করা যায় এবং কোম্পানির হাইকোর্ট কর্তৃক ঘোষিত বৈধ ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক কোনভাবেই যেন কোম্পানিতে ঢুকতে না পারে । দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষিত রায় ও তারা অবজ্ঞা করতে দ্বিধা করছেন না ।