ডিসেম্বরে মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:২৩ পিএম, ০৮ জুন ২০২৫
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এপ্রিল মাসে বৃষ্টির সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন করা কঠিন হবে।’
আজ রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে, এলাকার বহু বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। যেসব সন্ত্রাসী বিএনপি নেতা কর্মীদের হত্যা করেছিল তাদের ফাঁসি হয়েছিল, আওয়ামী লীগ তাদের ফাঁসি না দিয়ে পুনর্বাসন করেছে।’
বিএনপি নেতা মোত্তালেব হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন–বিএনপির নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, আব্দুল হাফিজ, শফিকুল ইসলাম বুলবুল, রফিকুল ইসলাম, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান প্রমুখ।