যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ১৩ লাখ


যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ১৩ লাখ

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২ হাজার যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে। একইদিনে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

বুধবার (১১ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৩ হাজার ২৮৬টি এবং এদিক থেকে টোল আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৭১২টি এবং আদায় হয় ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা। সবমিলিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×