ঢাকার আশেপাশে ৪ টি জেলায় নিরাপত্তা জোরদার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৫৫ পিএম, ১৬ নভেম্বর ২০২৫
ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।
বিজিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি এবং সম্ভাব্য বিশৃঙ্খলা রোধের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন ছিল ১৩ নভেম্বর। ওইদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটতে শুরু করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী সোমবার (১৭ নভেম্বর) এই মামলার রায় ঘোষণা করবে। রায় ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী লীগ অনলাইনে পুনরায় কর্মসূচি আহ্বান করেছে। ইতিমধ্যে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে।