আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০১:২৭ এম, ২২ নভেম্বর ২০২৫
আলেমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা যতদিন রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন না, ততদিন দেশে স্থায়ী শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের আরও সক্রিয় হতে হবে। “জনগণের সঙ্গে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল করতে হবে, খোঁজ-খবর নিতে হবে।” বিদ্যমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তনেও আলেমদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে ড. খালিদ বলেন, “আমাদের প্রত্যকেরই দোষ আছে। আমরা নিজের দোষ নিজে দেখিনা, পরের দোষ খুঁজে বেড়াই। আমি যদি কাউকে সম্মান করি, তাহলে আমিও তার কাছ থেকে সম্মান পাবো। আর আমি যদি কাউকে বেইজ্জতি করি, তাহলে আল্লাহ আমাকে বেইজ্জত করে দিবেন।” তিনি সবার প্রতি বিনয়ী হওয়ার পরামর্শ দেন।