রাশিয়াপন্থী বক্তব্যের বিনিময়ে ঘুষ: প্রাক্তন এমপির সাড়ে ১০ বছরের কারাদণ্ড
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:২৮ এম, ২২ নভেম্বর ২০২৫
ইউরোপীয় পার্লামেন্টে অর্থের বিনিময়ে রাশিয়াপন্থী বক্তব্য দেওয়ার অপরাধে যুক্তরাজ্যের একটি আদালত প্রাক্তন এমপি নাথান গিলকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রিফর্ম ইউকে পার্টির এ নেতার বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা করা হয়।
এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের একজন রাশিয়াপন্থী রাজনীতিকের কাছ থেকে হাজার হাজার ইউরো গ্রহণ করেছিলেন গিল। অর্থ নেওয়ার পর ওই রাজনীতিকের নির্দেশ অনুযায়ী তিনি বিভিন্ন লিখিত বিবৃতি ইউরোপীয় পার্লামেন্টে উপস্থাপন করেন। এর মধ্যে ছিল ইউক্রেনের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা এবং ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় তার বিরুদ্ধে সমালোচনামুখর মন্তব্য।
রায়ের সময় বিচারক ববি চিমা-গ্রাব গিলের আচরণকে ব্যাখ্যা করে বলেন, “আপনি উল্লেখযোগ্য কর্তৃত্ব এবং বিশ্বাসের একটি পদের অপব্যবহার করেছেন। এই আচরণ মৌলিকভাবে একটি অতি-জাতীয় আইনসভা সংস্থার অখণ্ডতার সঙ্গে আপস করেছে।”
তিনি আরও বলেন, “আপনি বিদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন, তাদের নির্দেশে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বিবৃতি দিয়েছেন, নিজের মতো করে উপস্থাপন করা লিখিত উপাদান ব্যবহার করেছেন এবং অন্যান্য এমপিদেরও এই কাজে যুক্ত করার পরিকল্পনা করেছিলেন।”
নাথান গিল ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউরোসকেপটিক ইউকেআইপি পার্টির হয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। পরে তিনি মার্চ থেকে মে ২০২১ পর্যন্ত রিফর্ম ইউকে ওয়েলসের নেতৃত্ব দেন এবং ২০১৬-২০১৭ সালে ওয়েলস পার্লামেন্টের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তদন্তে উঠে আসে, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত ইউক্রেনের রাজনীতিবিদ ওলেগ ভোলোশিনের কাছ থেকে ঘুষ নেওয়ার আটটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।
২০২১ সালের সেপ্টেম্বরে রাশিয়ায় একটি বৈজ্ঞানিক সম্মেলনে যাওয়ার পথে তার ফোন জব্দ করে পুলিশ। তদন্তকারীরা হোয়াটসঅ্যাপ বার্তা পরীক্ষা করে দেখেন, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকেই গিল ও ভোলোশিনের মধ্যে ‘আদান-প্রদান’ শুরু হয়েছিল।