চালক ঘুমিয়ে যাওয়ায় সেতু থেকে পড়ল বাস, ১৬ যাত্রীর মর্মান্তিক ‍মৃত্যু


চালক ঘুমিয়ে যাওয়ায় সেতু থেকে পড়ল বাস, ১৬ যাত্রীর মর্মান্তিক ‍মৃত্যু

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু ভেঙে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুই ডজনের বেশি যাত্রী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে এ ভয়াবহ ঘটনা ঘটে। উত্তরাঞ্চলের অডার মিনচে প্রদেশ থেকে যাত্রা করা বাসটি রাজধানী নমপেনের উদ্দেশে যাচ্ছিল বলে জানায় আল জাজিরা।

কম্বোজা নিউজের তথ্যমতে, বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। পথে সিয়েম রিপে যাত্রী তোলার পর পুনরায় নমপেনের দিকে রওনা হয় বাসটি। সিয়েম রিপ বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের অবস্থানস্থল, সেখান থেকে নমপেন যেতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে। সকল যাত্রীই কম্বোডিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রাতে দুটি ড্রাইভার পালাক্রমে বাসটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় ডিনি নামের চালক গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন এবং তিনি সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তবে তিনি নিহতদের মধ্যে আছেন কিনা, তা এখনও নিশ্চিত করা যায়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় ক্রেনের সাহায্যে পানির নিচে অর্ধডুবন্ত বাসটিকে টেনে তোলা হচ্ছে। 

এপি’র প্রতিবেদনে বলা হয়, নদীতে অনুসন্ধান অভিযান শেষ হওয়ার পর মৃতের সংখ্যা প্রথমে ১৩ থেকে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহতদের স্থানীয় কাম্পং থম প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×