সরকারি তেলের টাকায় যমুনার কর্তাদের দশ মাসে দুই পিকনিক


সরকারি তেলের টাকায় যমুনার কর্তাদের দশ মাসে দুই পিকনিক

সরকারি মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা চলতি বছরের মাত্র ১০ মাসের ব্যবধানে কক্সবাজারে দুইবার পিকনিকের আয়োজন করেছেন। জানুয়ারিতে প্রথমবারের মতো কক্সবাজারে পিকনিক করা হয়েছিল, আর এবার শুক্রবার ও শনিবার (২১ ও ২২ নভেম্বর) একই গন্তব্যে পুনরায় ‘বনভোজন ও বিচিত্রানুষ্ঠান’ অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিকভাবে এই দুই দিনের কার্যক্রমের ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৭০০ টাকা।

যমুনা অয়েল এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠান ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ১০ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কর্মকর্তা-কর্মচারীদের জন্য পিকনিক আয়োজন করা হয়েছে।

সূচি অনুযায়ী, ২১ ও ২২ নভেম্বর দুই দিনব্যাপী কার্যক্রমের জন্য চট্টগ্রাম নগরের যমুনা ভবন থেকে সকাল সাড়ে সাতটায় বহর রওনা হবে। কক্সবাজারের বিলাসবহুল সি ওয়ার্ল্ড হোটেল ইতিমধ্যেই বুক করা হয়েছে। কোম্পানির চট্টগ্রাম অফিস ও টার্মিনাল বিভাগের কর্মকর্তা, ক্লার্ক এবং অস্থায়ী কর্মচারীরাও এতে অংশ নিতে পারবেন।

পিকনিক আয়োজনের জন্য চারটি উপকমিটি গঠন করা হয়েছে- ৩০ সদস্যের বার্ষিক বিচিত্রানুষ্ঠান উপকমিটি, হোটেলের সার্বিক দায়িত্ব উপকমিটি, বিচ ফুটবল পরিচালনা উপকমিটি এবং যানবাহন ব্যবস্থাপনার উপকমিটি।

প্রসঙ্গত, জানুয়ারির প্রথম পিকনিকে খরচ হয়েছিল ৮ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা।

যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের এই ধরনের ঘন ঘন সরকারি টাকার ব্যয় নিয়ে সংশ্লিষ্টরা প্রশ্ন তুলছেন। নিয়ম অনুযায়ী বছরে একবার বার্ষিক উৎসব আয়োজনের অনুমতি থাকলেও, ঘন ঘন ট্যুর আয়োজন সরকারি অর্থের অপচয় হিসেবে দেখা হচ্ছে।

যমুনা অয়েল এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের সভাপতি হাসান ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পিকনিকের প্রসঙ্গ উঠতেই ফোন কেটে দেন। 

কক্সবাজারের সি ওয়ার্ল্ড হোটেলের কর্মকর্তা তারেকুল ইসলাম জানান, শুক্রবারের বুকিং ১৬৭ জনের জন্য দেওয়া হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, “সরকার আসে, সরকার যায়, কিন্তু সরকারি অর্থ তছরুপের সংস্কৃতি বদলায় না। তেল খাতে এই প্রবণতা আরও ভয়াবহ।”

সংশ্লিষ্টরা বলছেন, ক্লাবের কর্মকর্তারা সরকারি তহবিলকে ব্যক্তিগত বিনোদন ও ভ্রমণের কাজে ব্যবহার করছেন, যা যথাযথ নৈতিক ও প্রশাসনিক প্রশ্ন তোলে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×