ভূমিকম্পে আহতদের খোঁজ নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা


ভূমিকম্পে আহতদের খোঁজ নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জনজীবন। রিখটার স্কেলে মাঝারি মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। 

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সারাদেশে আহতদের অবস্থা জানার উদ্দেশে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

তিনি ঢামেকের জরুরি বিভাগে এসে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের পাশাপাশি নরসিংদীতে নিহত শিশুর পরিবারের সঙ্গেও কথা বলেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৩৯ জন আহত হয়ে এসেছেন। তাদের মধ্যে দুইজন এখনও ভর্তি রয়েছেন এবং ভূমিকম্পে এক শিশু নিহত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×