শেষ দিন হতে পারতো: ভূমিকম্পের পর বললেন ফারুকী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০২৫
সকালের ব্যস্ত সময়ে হঠাৎ কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ডের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে দেয় সর্বত্র। সাধারণ মানুষের মতোই নাড়া খেয়েছেন সংস্কৃতি অঙ্গনের তারকারাও।
ভূমিকম্পের পরপরই নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, “এমন ভূমিকম্প আগে কখনো হয়নি! শেষ দিন হতে পারতো। সবকিছু কতটা ভঙ্গুর তার একটি স্মারক!”
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, দেশের অভ্যন্তরে এমন শক্তিশালী ভূকম্পন এর আগে দেখা যায়নি। এটি সাম্প্রতিক স্মৃতিতে অন্যতম তীব্র কম্পন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার জানান, “বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালের সবচেয়ে বড় কম্পন এটি। মাটির ওপর কম্পনের তীব্রতা ছিল অত্যন্ত বেশি।” তিনি বলেন, “একজন কাজের লোক আমাকে বললো—গাছপালা যেভাবে দোলে, বিল্ডিং এভাবে দুলছে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।”
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, উৎপত্তিস্থল নরসিংদী, আর ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরেই ছিল কেন্দ্র।