ভূমিকম্পের পর জাতির উদ্দেশে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা


ভূমিকম্পের পর জাতির উদ্দেশে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর বেড়ে ওঠা জনউদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এই বার্তায় তিনি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান জানান।

বার্তায় তিনি লিখেন, বিভিন্ন স্থানে ভূমিকম্পের পর মানুষের শঙ্কা ও আতঙ্ককে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে পাওয়া ক্ষয়ক্ষতির সংবাদে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে।

বার্তায় ড. ইউনূস সবাইকে গুজব বা ভুল তথ্য এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান। প্রয়োজনে সরকারি চ্যানেল ও হটলাইনের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানানো হবে বলেও উল্লেখ করেন।

শেষে তিনি লেখেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×