পাকিস্তান আরব সাগরে কৃত্রিম দ্বীপ বানাবে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১১ পিএম, ২০ নভেম্বর ২০২৫
পাকিস্তান আরব সাগরের সিন্ধু উপকূলে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) সূত্রে বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল ও গ্যাস অনুসন্ধান বাড়ানোর উদ্দেশ্যে, সুজাওয়াল জেলার উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে একটি লঞ্চপ্যাড হিসেবে দ্বীপটি নির্মাণ করা হবে।
পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন ও কোর বিজনেস ডেভেলপমেন্ট) আরশাদ পালেকার রাজধানী ইসলামাবাদে এক তেল-গ্যাস সম্মেলনে জানান, “এই লঞ্চপ্যাড প্রায় ছয় ফুট উচ্চতায় তৈরি হবে, যাতে উচ্চ জোয়ারের সময়ও ২৪ ঘণ্টা অনুসন্ধান কার্যক্রম চালানো যায়।”
জানানো হয়েছে, জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ‘বিশাল তেল মজুদ’ নিয়ে আগ্রহ প্রকাশ করার পর এবং নতুন গবেষণায় উপকূলীয় অঞ্চলে উল্লেখযোগ্য হাইড্রোকার্বন পাওয়ার ইঙ্গিত মেলার পর এ উদ্যোগ আরও ত্বরান্বিত হয়েছে। এরপর পিপিএল, মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে।
পালেকার বলেন, “আবুধাবির কৃত্রিম দ্বীপের সফল খনন প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে এটি প্রথমবারের মতো বাস্তবায়ন করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে দ্বীপ নির্মাণ সম্পন্ন হবে এবং এরপরই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রায় ২৫টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।”
জানা গেছে, এই উদ্যোগ পাকিস্তানে জাহাজের পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ বৃদ্ধি করবে এবং বড় জাহাজগুলোকে পূর্ব থেকে পশ্চিমমুখী দীর্ঘ রুটে বিরতি ছাড়াই চলার সুযোগ দেবে। একই সঙ্গে দেশের তেল ও গ্যাসের চাহিদা মেটাতেও সহায়তা করবে।
সূত্র: ডন