তুরস্কে ভয়াবহভাবে কমছে জন্মহার, ‘বিপর্যয়ের’ সতর্কবার্তা দিলেন এরদোয়ান


তুরস্কে ভয়াবহভাবে কমছে জন্মহার, ‘বিপর্যয়ের’ সতর্কবার্তা দিলেন এরদোয়ান

তুরস্কে জন্মহার কমে নতুন নিম্নস্তরে পৌঁছানোর পর তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেছেন, দেশের জনসংখ্যাগত এই পতন এখন “একটি বিপর্যয়” হিসেবে দেখা দিচ্ছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) আঙ্কারায় ‘পরিবার ও সংস্কৃতি-শিল্প সম্মেলনে’ বক্তব্য রাখেন এরদোয়ান। সেখানে তিনি পরিবারকে ঘিরে বর্তমান সামাজিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

জনসংখ্যা সংকটের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মুখোমুখি। কারণ সরকারি তথ্য দেখায়, গত বছর দেশের মোট জন্মহার ১.৪৮ শতাংশে নেমে এসেছে।”

এরদোয়ান আরও বলেন, “ক্রমহ্রাসমান জন্মহার আমাদের ভবিষ্যতের জন্য উচ্চস্বরে বিপদের ঘণ্টা বাজাচ্ছে। যারা এই দেশের ভাগ্য নিয়ে ভাবেন, তারা কেউই এটিকে হালকাভাবে নিতে পারেন না।”

তুরস্ক বর্তমানে ইউরোপের তুলনায় কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি এবং বিশ্ব গড়ের নিচে অবস্থান করছে।

এসময় তিনি জানান, “আমরা লিঙ্গ-নিরপেক্ষতা আরোপ এবং এলজিবিটি আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কোনো ছাড় বা আত্মতুষ্টির সুযোগ দিচ্ছি না।”

এরদোয়ানের বক্তব্যে আরও উঠে আসে বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবারের প্রতি হুমকির চিত্র “বিশ্বব্যাপী পুঁজিবাদ নতুন ফ্রন্ট খুলছে। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ ও ডিজিটাল আদিখ্যেতা ক্রমেই বাড়ছে। এমন সময়ে তুরস্ক পরিবারকে রক্ষা করছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×