চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ব্রিটিশ আইনজীবী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৯ পিএম, ২০ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ আলী। একই সঙ্গে প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। দু’জনই এক বছরের জন্য অবৈতনিক ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আফজাল সামী সৈয়দ আলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজর হিসেবে, আর মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ ট্রাইব্যুনালের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে এক বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্যক্রমকে আরও সুসংহত করা, ট্রাইব্যুনালের বৈশ্বিক অবস্থান দৃঢ় করা এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণই এই দুই বিশেষজ্ঞকে যুক্ত করার মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টরা জানান, এ পদে তাদের সক্রিয় ভূমিকা ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরও গতিশীল এবং প্রভাবশালী করবে।