তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে: অ্যাটর্নি জেনারেল


তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে: অ্যাটর্নি জেনারেল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের মূল পথ ধরে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পর অনুষ্ঠিত নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য বিরাট ক্ষতির কারণ হয়েছিল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর বেলা ১১.৩০টায় নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনটি ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত মামলার আপিল রায়ের বিষয়ে জনমত অবহিত করার জন্য অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। এ রকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু বলে আমরা মনে করি।’

আদালতের আপিল বিভাগ পূর্বের রায়কে বাতিল করেছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। নতুন রায়ে বলা হয়েছে, নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলি পুনরুজ্জীবিত ও কার্যকর করা হলো। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, এই বিধানাবলি ভবিষ্যতে প্রয়োগযোগ্যতার ভিত্তিতেই কার্যকর থাকবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ত্রুটিপূর্ণ হওয়ায় ত্রয়োদশ সংশোধনী বাতিলের পুরনো রায় আজ স্থগিত করা হলো। তিনি আরও জানান, “আগের রায়টি লিখার ক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এবং তার সহযোগীরা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন বলে আমরা শুনানিতে জানিয়েছি।”

এই রায়কে বাতিল করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ একমতভাবে সিদ্ধান্ত দেন। আপিল বেঞ্চের অন্যান্য ছয়জন বিচারপতি হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির, এবং পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×