শুল্কের হুমকিতেই ভারত-পাকিস্তান যুদ্ধ থেমেছে: ট্রাম্পের দাবি


শুল্কের হুমকিতেই ভারত-পাকিস্তান যুদ্ধ থেমেছে: ট্রাম্পের দাবি

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা থামাতে আবারও নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দুই দেশের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই পরিস্থিতি শান্ত হয়। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাকে ফোন করে বলেন, “আমরা যুদ্ধে যাব না।”

ট্রাম্প বহুবার বলেছেন, গত মে মাসে দিল্লি-ইসলামাবাদ দ্বন্দ্ব প্রশমিত হয়েছিল তার হস্তক্ষেপে। পাকিস্তান এ দাবিকে স্বীকৃতি দিলেও ভারত বরাবরই ‘তৃতীয় পক্ষের মধ্যস্থতা’ অস্বীকার করে আসছে।

বুধবার (১৯ নভেম্বর) এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি বিরোধ নিষ্পত্তিতে ভালো এবং সবসময়ই ছিলাম। আমি বছরের পর বছর ধরে এ বিষয়ে খুব ভালো করেছি। ভারত, পাকিস্তান—তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছিল। আমি বলেছিলাম, ঠিক আছে, তোমরা এটি ব্যবহার করতে পার, তবে আমি প্রতিটি দেশের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করবো। যুক্তরাষ্ট্রের সঙ্গে তোমাদের আর কোনো বাণিজ্য নয়।”

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও জানান যে, দুই দেশকে যুদ্ধ এড়াতে তিনি কড়া বার্তা পাঠিয়েছিলেন।

ট্রাম্প বলেন, তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন—“আমি এটি (শুল্ক আরোপ) করতে যাচ্ছি। আমার কাছে ফিরে এসো এবং আমি এটি (যুদ্ধ) থামিয়ে দেব। কিন্তু আমি তোমাদের একে অপরের ওপর পারমাণবিক অস্ত্র ফেলতে দেব না।”

তার দাবি, শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি বহু সংঘাতের সমাধান করেছেন। “আটটির মধ্যে পাঁচটিই অর্থনীতি, বাণিজ্য ও শুল্কের কারণে নিষ্পত্তি হয়েছে। আমি এটা করেছি,” বলেন তিনি।

ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে ফোন করে ‘লাখ লাখ জীবন বাঁচানোর জন্য’ ধন্যবাদ জানিয়েছেন, যা নাকি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও শুনেছেন।

এছাড়াও মোদির কাছ থেকেও ফোন পেয়েছিলেন দাবি করে ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম, ‘তোমার কাজ শেষ?’ মোদি উত্তর দিয়েছিলেন, ‘আমরা যুদ্ধে যাব না।’”

মোদির এ উত্তর শুনে তিনি নাকি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন এবং বলেন, “চলো একটা চুক্তি করি।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×