চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত ৪
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০৮ পিএম, ২০ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া একটি প্রাইভেট কারের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের নিমতলা মোড়ের কাছে টয়োটা হ্যারিয়ার মডেলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি পতেঙ্গা দিক থেকে শহরমুখী ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় নিহত পথচারীর নাম মো. শফিক, বয়স ৫৫। তাঁর বিস্তারিত পরিচয় আনুষ্ঠানিকভাবে পাওয়া না গেলেও তিনি চট্টগ্রাম বন্দরের কর্মী ছিলেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাঁকে মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে।” কীভাবে গাড়িটি উড়ালসড়ক থেকে নিচে পড়ে গেল তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।