মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ


মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা মুন্সিগঞ্জ-১ আসনে বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের এ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখায় সড়কে যান চলাচল পুরোপুরি থমকে যায়।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীনগরের ছনবাড়ি এলাকায় এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে এই অবরোধ শুরু হয়। এতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। যাত্রী ও চালকদের দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়।

অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, প্রাথমিক তালিকায় যে তিন নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি, তাদের পক্ষে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েই তারা সড়কে অবস্থান কর্মসূচি দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×