তনির বিরুদ্ধে মেয়েকে আটকে রাখার অভিযোগ সাবেক স্বামীর


তনির বিরুদ্ধে মেয়েকে আটকে রাখার অভিযোগ সাবেক স্বামীর

কিশোরগঞ্জের নারী উদ্যোক্তা ও ফেসবুক পেজ ‘সানভিস বাই তনি’-এর অ্যাডমিন রোবইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে তার ১১ বছর বয়সী কন্যা মানতাহা ইসলাম সানভীকে জোর করে আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করার অভিযোগ করেছেন শিশুটির বাবা সদরুল ইসলাম সোয়েব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজারে এক সংবাদ সম্মেলনে সোয়েব এই অভিযোগ জানান।

সদরুল ইসলাম জানান, ২০১৩ সালের ২৮ জুন তিনি এবং তনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তাদের মেয়ে সানভী জন্ম নেয়। কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় এবং ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা বিচ্ছেদ করেন। বিচ্ছেদের সময় আদালতের শর্ত অনুযায়ী সানভী মায়ের কাছে থাকেন, তবে বাবার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ মেনে চলা হয়নি বলে অভিযোগ করেন সোয়েব।

সোয়েব সংবাদ সম্মেলনে আরও বলেন, সানভীকে ঢাকায় আটকে রেখে তার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখছেন তনি। তিনি অভিযোগ করেন, বিচ্ছেদের পর তনি প্রথমে শাহাদাত রহমান, পরে ইংল্যান্ড প্রবাসী সিদ্দিক নামে ব্যক্তির সঙ্গে বিয়ে করেছেন। বর্তমানে এই স্বামীর সঙ্গে সানভীকে নিয়ে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা করছেন, যা শিশুটির ইচ্ছার বিরুদ্ধে।

সদরুল ইসলাম আরও অভিযোগ করেন, তনি তার মেয়েকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছেন এবং ভিডিও ও ছবি ভাইরাল করে প্রকাশ করছেন। এতে সানভী মানসিকভাবে ট্রমার মধ্যে পড়ছেন।

ঘটনার পর সোয়েব ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দায়ের করেন। আদালত বিষয়টি গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

পরিবারিক পরিচয় অনুযায়ী, সোয়েব কিশোরগঞ্জ শহরের গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে, আর অভিযুক্ত রোবইয়াত ফাতেমা তনি একই এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে, বর্তমানে ঢাকার বনানীতে বসবাস করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×