বিএনপি নেতা শওকত মাহমুদ কারাগারে


বিএনপি নেতা শওকত মাহমুদ কারাগারে

সাবেক বিএনপি নেতা এবং সাংবাদিক শওকত মাহমুদকে সরকার উৎখাতের ষড়যন্ত্র মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে জেলখানায় রাখার নির্দেশ দেন।

এই দিন বিকেলে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ডের বিষয়ে শুনানি হবে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানিয়েছেন, “মামলার মূল নথি না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি।”

এর আগে রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা মডেল থানার এলাকায় ডিবি পুলিশ শওকত মাহমুদকে গ্রেপ্তার করে।

রিমান্ড আবেদন অনুযায়ী, শওকত মাহমুদ ও অজ্ঞাত অন্য আসামিরা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন সময়ে দেশের জন-নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন। তাদের লক্ষ্য ছিল বর্তমান সরকারকে উৎখাত করা। এজন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন সভা ও পরামর্শ করেছেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিন্টো রোডে সন্দেহজনক গাড়ি চলাচলের সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে আটক করা হয়। তিনি পুলিশের কাছে নিজেকে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ১৪ সেপ্টেম্বর রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×