কুষ্টিয়ায় দিনদুপুরে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা


কুষ্টিয়ায় দিনদুপুরে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা

কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় দিনদুপুরে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত জাহানারা বেগম একই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জাহানারা বেগম বাড়িতে একাই ছিলেন। তার দেখভালের দায়িত্বে থাকা দম্পতি দুজনই বাইরে ছিলেন। বিকেল চারটার দিকে এক প্রতিবেশী কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে বিছানায় গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে   কোনো নেশাগ্রস্ত ব্যক্তি চুরি করতে এসে ধরা পড়ায় এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×