নরসিংদীর দুর্গম চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১


নরসিংদীর দুর্গম চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুয়েত প্রবাসী মামুন মিয়া (২৫) নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি প্রায় ১৫ দিন আগে ছুটিতে দেশে ফেরেন।

আহতদের মধ্যে মামুনের বাবা আব্দুল আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া (৪৫) দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে হরিপুর বাজারে ফেলু মিয়ার নাতিন জামাই কুয়েত প্রবাসী মামুন মিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রতিপক্ষের লোকজন। বাগ্বিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নিলে গুলি চলে এবং মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের মধ্যে তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “একজন নিহত হওয়ার খবর নিশ্চিত। পুরো তথ্য সংগ্রহের পর বিস্তারিত জানানো হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×