বেলুচিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, ২৩ আফগান সেনা নিহত


বেলুচিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, ২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে আফগানিস্তান সীমান্তবর্তী চামান এলাকায় টানা দুই দিনের সংঘর্ষে অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছেন। ঘটনা ঘটে গত শুক্রবার ও শনিবার, খবর দিয়েছে দেশটির গণমাধ্যম দ্য নিউজ।

মিডিয়ার একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের দিকে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়।

এরপর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দিতে শুরু করে। প্রথমদিকে হালকা অস্ত্র ব্যবহার হলেও দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে তুমুল গোলাগুলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পাকিস্তানি বাহিনী পরে ভারী অস্ত্র মোতায়েন করে। রকেট লঞ্চার, কামান এবং ভারী গোলাবারুদের মাধ্যমে হামলা চালালে আফগান তালেবানের তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায়।

সূত্র জানিয়েছে, প্রথমে সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহারের চেষ্টা করা হয়। তবে প্রথম দফার হামলার পরে আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেও গুলি চালায়। 이에 পাকিস্তান সেনারা ওই এলাকায়ও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। তবে দ্য নিউজের প্রতিবেদনে বর্ণিত সূত্র নিশ্চিত করেছে, সংঘর্ষে মোট ২৩ জন আফগান তালেবান নিহত হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×