নিজ দলের প্রার্থীর ওপর হামলার অভিযোগ তারেকের
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৫
নিজ দলের একজন সংসদ প্রার্থীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। রোববার ৭ ডিসেম্বর তিনি নিজের ফেসবুকে দেওয়া পোস্ট ও ভিডিও বার্তায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তারেক রহমান অভিযোগ করেন, জামায়াত নেতা ব্যারিস্টার আরমানের নির্দেশে তার দলের ঢাকা ১৪ আসনের এমপি প্রার্থী এবং আমজনতার দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিনকে আটকে রেখে জামায়াত ও শিবিরের কর্মীরা নির্যাতন করেছে।
তার বক্তব্য অনুযায়ী, মিরপুরের ১১ নম্বর ওয়ার্ডের জামায়াত নেতা হাবিব, আকবর ও শাহ আলম কল্যাণপুর নতুন বাজার পরিচালনা অফিসে মহসিনকে দীর্ঘক্ষণ আটক রেখে মারধর ও মানসিক নির্যাতন চালায়।
তারেক আরও বলেন, ব্যারিস্টার আরমানের অনুসারীরা মহসিনকে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি রগ কেটে দেওয়ার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করেছে।