পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:১৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ পুলিশের ২২ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বদলির তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
নতুন বদলিতে দু’জন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার নাম রয়েছে। কর্মকর্তাদের এই বদলি ও নতুন দায়িত্বের ফলে পুলিশ বাহিনীর কর্মকাণ্ড আরও গতিশীল এবং ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।