১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা


১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, সেদিনই হতে পারে তফসিল ঘোষণা

জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রহর ঘনিয়ে এসেছে। এ নিয়ে প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।”

ইসি সূত্রগুলো বলছে, এবার সিইসির রেকর্ড করা ভাষণ থেকেই তফসিল ঘোষণা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি সম্প্রচারে তফসিল ঘোষণা করেছিলেন, তবে এবার প্রচার করা হবে পূর্ব-রেকর্ড করা বক্তব্য।

কর্মকর্তারা জানান, তফসিল প্রকাশের আনুষঙ্গিক সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি ও কমিশনারদের সাক্ষাৎ নির্ধারিত আছে। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই ধারাবাহিকতায় বৈঠক শেষে রেকর্ড করা ভাষণ প্রচার করে তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×