তফসিল: বিটিভিকে নির্বাচন কমিশনের চিঠি


তফসিল: বিটিভিকে নির্বাচন কমিশনের চিঠি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

সোমবার (৮ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে, তবে নির্দিষ্ট সময় কমিশন পরে জানাবে।

সূত্রের খবর, তফসিলের ঘোষণা সম্ভবত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ হতে পারে ১২ ফেব্রুয়ারি, তবে বিকল্প হিসেবে ৮ অথবা ১০ ফেব্রুয়ারির সম্ভাবনাও রয়েছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটের তফসিল ঘোষণার সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তারা সরকারের কাছে প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেছে। এ বিষয়ে সরকার সন্তোষ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×